শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশ পৌরসভায় ১২৫ কোটি টাকা ব্যয়ে পৌর পানি শোধনাগারের উদ্বোধন করেন নজরুল ইসলাম চৌধুরী, এমপি

প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ জুন, ২০২১

 

এমএহামিদ: চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, সরকার বাংলাদেশের ৩০টি পৌরসভায় নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য পৌর পানি শোধনাগার স্থাপন করছেন।
সেই ধারাবাহিকতায় চন্দনাইশ পৌরসভায় ১২৫ কোটি টাকা ব্যয়ে পৌর পানি শোধনাগার স্থাপনের কাজ শুরু হয়েছে। নাগরিকদের সুপ্রিয় পানি সরবরাহ, স্বাস্থ্য সু-রক্ষা, চিকিৎসা ব্যবস্থাসহ নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর। ৫ জুন দিনব্যাপী চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা এলাকায় পৌর পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর এই ছাড়া ও পৌরসভার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্ভোধন করেন।

এতে পৌর মেয়র মাহাবুবুল আলম খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, পৌর আ’লীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, আ’লীগ নেতা মো. আনোয়ার হোসেন, আবুল কাশেম বাবলু, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন,প্যানেল মেয়র আবু তৈয়ব কৃষকলীগ নেতা নবাব আলী, কাউন্সিলর শাহ আলম, মোরশেদুল আলম, মহিলা কাউন্সিলর শিরিন আকতার, আ’লীগ নেতা বেলাল উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম হিরু প্রমুখ।