শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়া যুগ্ম জেলা জজ আদালত ভবন পরিদর্শন, প্রাচীন ও জরাজীর্ণ এ আদালত ভবনের বর্ষাকালীন অবকাঠামোগত সমস্যা দূর করতে হবে: মোতাহের

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ জুন, ২০২১

 

আবদুল হাকিম রানা: পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের ভবন ও আইনজীবী সমিতি ভবন পরিদর্শন করেছেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সরকারী আইন কর্মকর্তা এড. বদিউল আলম, পটিয়া বারের সভাপতি এড. দীপক কুমার শীল, সাধারণ সম্পাদক এড. অরুণ কুমার মিত্র, এডভোকেট মুহাম্মদ ফোরকান, তাপস কুমার দে প্রমুখ।

এ সময় বারের সভাপতি – সম্পাদক পুরো আদালত ভবন ও আইনজীবী ভবন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ঘুরিয়ে
দেখান।

তিনি এ সময় সব কিছু দেখে বলেন, পটিয়া চৌকি আদালত চট্টগ্রাম পরীর পাহাড় আদালতের আরো ১৫ বছর আগে প্রতিষ্টিত। কিন্তু প্রায় দেড় শত বছর পার হলে ও অজানা কারণে এ আদালত ভবনের স্থায়ী কোন ভবন নির্মাণ করা হয়নি। বর্তমানে টিনের ছাউনি ও বাশেঁর বেড়া ছিদ্র হয়ে অনেক মূল্যবান কাগজ পত্র বৃষ্টির পানিতে ভিঁজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তিনি এর থেকে উত্তোরণে হুইপ সামশুল হক চৌধুরীর প্রচেষ্টায় ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত বরাদ্ব পাওয়া গেলে এ ভবন নির্মাণে কোন বাধা থাকবে না আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থ মন্ত্রী ও আইনমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।