রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

মুহাম্মদ আরফাত হোসেন সিনিয়র
রিপোর্টারঃ

চন্দনাইশে গত ২৫ এপ্রিল ২০১৯ গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সততা সংঘের ব্যবস্থাপনায় ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, নির্ধারিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও জারি গান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ২০০৫ সালের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বর্তমানে কানাডায় পি এইচ ডি গবেষনারত প্রকৌশলী ও ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি DUET এর প্রভাষক মো. জাহেদুল আলম, প্রধান বক্তা ছিলেন সিনিয়র শিক্ষক শাহজাহান আজাদ। হামিদা বিনতে মাহবুবের পরিচালনায় বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষক মৌলানা নুরুল ইসলাম, জনাব আইয়ুব আলী, মিতা বড়ুয়া, বিজন চক্রবর্ত্তী, মো. কামাল উদ্দিন, আব্দুল্লাহ আল-হারুন, রনজিত কুমার দে, মো.শাহীন আলম, মো.মঞ্জুর উদ্দিন, আবদুল আজিজ, পারভীন আক্তার, নাসরিন আক্তার, পপি আক্তার, রোকেয়া ছিদ্দিকা প্রমুখ। অতিথি বক্তা প্রকৌশলী জাহেদুল আলম শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমে বেশি বেশি অংশ গ্রহনের আহবান জানিয়ে বলেন সুশিক্ষিত নাগরিক মাত্রই দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভুমিকা রাখতে পারে। পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার হিসেবে শিশুতোষ গ্রন্থ বিতরণ করা হয়।