শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পটিয়া ও কর্ণফুলীর ৪’শ কৃষক পেল বিনামূল্যে সার ও বীজ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ জুন, ২০২১

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার: কৃষি পূনর্বাসন কর্মসুচীর আওতায় চট্টগ্রামের পটিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছ। এ প্রকল্পের আওতায় পটিয়া উপজেলা ও কর্ণফুলী উপজেলার ৪’শ জন কৃষক পেল এ সার ও বীজ। ৭০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ একই সাথে প্রতিজন কৃষককে ২০ কেজি বিএপি সার, ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

এছাড়া ৩২০ জন কৃষকের মাঝে প্রতিজনকে ৫ কেজি করে রুপসী জাতের ধানবীজ, ১০ কেজি করে বিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেয়া হয়।

বুধবার (৩০) জুন উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্পনা রহমান। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বুলবুল হোসেন, উত্তম কুমার দে প্রমুখ।