বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

লোহাগাড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

মোঃ সেলিম উদ্দীন ,নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। গতকাল ২৫ এপ্রিল বিকালে প্রেস ক্লাব কার্যালয়ে সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সিদ্ধান্তক্রমে পুরানো কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ এর সভাপতি মো: সেলিম উদ্দিন ( দৈনিক যুগান্তর) ও সাধারন সম্পাদক কাইছার হামিদ (দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ) নির্বাচিত হয়েছেন।
নবগঠিত এ কার্যকরী কমিটির র্নিবাচিত অন্যান্যরা হলেন যথাক্রমে সিনিয়র সহ-সভাপতি এম আব্দুল জাব্বার ফিরোজ (দৈনিক যায়যায়দিন), সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ (দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক মো: সাইফুল্ল্যাহ চৌধুরী (দৈনিক আমার সময় ও দৈনিক কর্ণফুলী), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: তাজ উদ্দিন (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক মো: হোছাইন মেহেদী (দৈনিক ডেসটিনি ও সময়ের আলো), দপ্তর সম্পাদক আতাউর রহমান মাসুদ ( দৈনিক খবরপত্র), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার হোসেন রশিদী(দৈনিক দিনকাল ও দৈনিক দেশের কণ্ঠ)। কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এম এম আহমদ মনির (দৈনিক পূর্বকোণ), আবুল কালাম আজাদ (দৈনিক বাংলাদেশ সমাচার), মো: সেলিম উদ্দিন (বিজয় টিভি), শাহজাদা মিনহাজ ( দৈনিক আজকালের খবর), রকসি সিকদার (দৈনিক আলোকিত সকাল)।
কমিটি গঠনকল্পে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল নির্বাচন পরিচালনা কমিটির প্রধান থেকে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি র্নিবাচন পুরচালনা করেন।কমিটির অপর দু’সদস্য হলেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু রোমেল।
নির্বাচন শেষে লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল সংক্ষিপ্ত এক ব্রিফিং এ বলেন, লোহাগাড়ায় র্কমরত সংবাদকর্মী একই সংগঠনের ছায়াতলে যেমনভাবে এলো, তেমনিভাবে হলুদ সাংবাদিকতা কিংবা সিন্ডিকেটের প্রভাব বলয় থেকে বেরিয়ে স্বচ্ছ, নির্ভীক ,সত্যের অনুসন্ধানী সংবাদকর্মীরা ঐক্যবদ্ধ হলো। নির্বাচিতদের অবশ্যই প্রেসক্লাবের সাংগঠনিক ভীত মজবুত করতে হবে। তিনি প্রেসক্লাবের সকলকে সর্বাত্বক সহযোগিতারও আশ্বাস দেন।