শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চট্টগ্রামে শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা নির্বাচিত হলেন আনোয়ারার কৃষি কর্মকর্তা হাসানুজ্জমান

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ জুলাই, ২০২১

সোহেল.আনোয়ারা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের পুরস্কার স্বরূপ জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোনায়নে চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শ্রেষ্ঠ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান। সম্প্রতি চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

হাসানুজ্জামান ২০১৮ সালে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি আনোয়ারায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদন, বিষমুক্ত সবজি উৎপাদন, সর্জন পদ্ধতিতে চাষ, কাজু বাদামের চাষ, ট্রাইপো কম্পোস্ট সার উৎপাদন, ফেরোমন ফাঁদ ব্যবহারসহ কৃষকদের উৎপাদনে উৎসাহিত করে উপজেলায় কৃষিতে বিপ্লব সৃষ্টি করেন।