বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড পেলেন দোহাজারীর কৃতি সন্তান প্রমিসেস হাসপাতালের পরিচালক শফিক

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জুলাই, ২০২১

কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড গ্রহণ কালে শফিকুল ইসলাম শফিক

নিজস্ব প্রতিনিধিঃ  উনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস কতৃক আয়োজিত করোনাকালিন সময়ে সম্মুখ সারির যোদ্ধাদের বীরত্বের সাথে কাজ করার জন্য কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড (COVID-19 HERO AWARD) পেলেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দিয়াকুল গ্রামের কৃতি সন্তান সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন পুরস্কার প্রাপ্ত প্রমিসেস মেডিকেল লিমিটেড এর পরিচালক মোঃ শফিকুল ইসলাম শফিক। হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা ( সাবেক শেরাটন) হলরুমে COVID-19 HERO AWARD প্রদান কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে COVID-19 HERO AWARD তুলেদেন বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম মোজাম্মেল হক এম পি, মাননীয় মন্ত্রী মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব পীরজাদা হারুন অর রশিদ এবং দেশ বরেন্য ব্যক্তি বর্গ। এছাড়াও সমাজ সেবায় অবদান রাখায় তিনি বহুবার পুরস্কার প্রাপ্ত হন। তিনি জানান, দেশে চলমান কোভিড-১৯ চালাকালে তিনি কোভিড -১৯ আক্রান্ত রোগীদের সেবা প্রদান করে আলোচিত হন। তার এই অবদানে রাজধানী ঢাকায় ২ জনকে এই সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেন। অন্যজন হচ্ছে বেসরকারি টিভি চ্যানেল ২৪ এল চেয়ারম্যান। এই প্রাপ্তিতে তিনি বলেন, আমি এবং আমার প্রতিষ্ঠান প্রমিসেস মেডিকেল সব সময় জনগণের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছি।সচেতন নাগরিকদের উচিৎ মানবতার কাজে এগিয়ে আসা। তার পিতা-মাতার দোয়াতেই তার আজকের এই সাফল্য বলে জানান তিনি।