রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

অকস্মাৎ গর্জে উঠে নিভে যাওয়ার দেশ বাংলাদেশ :

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ ছোট-বড় কারণকে উপজীব্য করে গর্জে উঠা,মিছিল করা,মানববন্ধন করা,সভা করা সহ নানা বিপ্লবী কর্মকান্ডে গর্জে উঠার রেওয়াজ আমাদের বেশ পুরোনো।আমাদের স্বভাবসিদ্ধ ব্যাপার এটা।আমরা প্রতিবাদ করি ফ্যাশনস্বরূপ,আমরা গর্জে উঠি উৎসবের আমেজে এবং আমাদের বিপ্লবী চিত্ত জাগ্রত হয় অধিকাংশ ক্ষেত্রে হিরো/হিরোইন সাজার নিমিত্তে।একটা প্রতিবাদ করে মানুষকে দেখালাম,পত্রিকায় নিউজ হল,টিভিতে কভার হল,এই তো ব্যস!পরে প্রতিবাদটির সাফল্য বা ব্যর্থতায় কিছুই যায় আসেনা আমাদের।হজম করতে করতে ফরমালিনযুক্ত জিনিসও এখন আমরা অনায়াসে হজম করে নিতে পারঙ্গম।আমাদের চিত্তকে থামায় কে!

তনু হত্যা,ঐশীর সাজা,নুসরাত জাহান রাফি হত্যা,সাগর-রুনি হত্যা,রানা প্লাজা ধ্বস,চাকুরিতে কোটা বাতিল,চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো সহ বহু বিষয়ে তামিল সুপারহিরো/হিরোইনদের মত গর্জে উঠে ধপাৎ করে নিভে যাই আমরা।আমরা যে বীরের জাতি!

৫২তে আমাদের ভাইয়েরা ভাষার তরে রক্ত দিল,অথচ তার অর্জন আসল ৭১ সালে।এমন বহু ক্ষেত্রে জ্বালাময়ী চেতনার উদ্রেক করে তা জনমনে প্রভাব বিস্তার করিয়ে থেমে যেতে বা দফারফা করতে জুড়ি নেই আমাদের!আমরা এমনই জাতি যে,ক্রিকেটে হঠাৎ করে ধূমকেতুর মত এসে বড় কোন দলকে নাকানো চুবানো শেষে নিজেরাই চুপসে যাই।

যাহোক,আমরা চাই-অচিরেই দেশের বিরাজমান সামাজিক সমস্যাগুলোর নিরসন হোক।আমরা রাফি হত্যার বিচার চেয়েছি,আবার চাইব,নাহলে আবার চাইব-এমন যদি চিত্ত হত আমাদের,তাহলে আমরা ঠিকই সমাজটাকে রাহুগ্রাসমুক্ত করতে পারতাম।আমাদের বিশ্বাস,বর্তমান প্রজন্ম ফ্যাশনেবল ও গতানুগতিক বিপ্লবের ধারা থেকে বেরিয়ে এসে,ভদ্রভাবে দাবির পক্ষে কাজ করবে।