শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দোহাজারী জামিজুরী আঃরহমান উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৮ জুলাই, ২০২১

“লাগান গাছ বাঁচান দেশ, সবুজায়ন করুন পরিবেশ ” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদে পক্ষ থেকে দিনব্যাপী বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়।

প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ টিপু সঞ্চালনায় রবিবার (১৮ জুলাই) বিদ্যালয়ে মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন দোহাজারী পৌরসভার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দোহাজারী জামিজুরী আঃরহমান উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি বশিরউদ্দিন খান মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জাফর আহমেদ, এম এ মোনাফ, শেখ দিদারুল ইসলাম, মোহাম্মদ লিয়াকত আলী, ইন্দ্রজিত চক্রবর্তী, মুহাম্মদ ওসমান গনি, এস এম মুছা, এম এ হামিদ, সৈকত দাশ ইমন, মশিউর রহমান রাশেদ, রাশেদুল ইসলাম, মুহাম্মদ ফয়সাল, এহসান বেগ, কামরুল হাসান মিন্টু প্রমুখ।

এসময় দোহাজারী, চাগাচর, হাছনদন্ডী, জামিজুরী, রায়জোয়ারা, কিল্লাপাড়া, ঈদপুকুরিযা,কালিয়াইশ সহ আশের পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দির, ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে নিম, আমলকি, বহেরা, জলপাই, কাঁঠাল, জাম, কদম, শিমুল সহ বিভিন্ন রকমের ফলজ বনজ গাছ রোপন ও বিতরণ করা হয়।