আজ ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
রিপোর্ট রাজীব চক্রবর্ত্তী:
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে অবাধে চলছে মাটি কাটার উৎসব। মাটি কাটার স্কেভেটর দিয়ে ছোট বড় বিভিন্ন ধরনের পাহাড়ের মাটি কাটা হচ্ছে। এসব পাহাড়ের মাটিগুলো স্হানীয় ইটভাটায় যাচ্ছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় মাটি কাটার প্রতিবাদ করছে না স্হানীয় জনগণ যার কারনে মারাত্মক হুমকীর সম্মুখীন হচ্ছে পরিবেশ।
উল্লেখ্য যে,গত ২৭ এপ্রিল,রোজ শনিবার দুপুরে সিপ্লাস টিভির রিপোর্টার এরশাদ হোসাইন চরম্বা ইউনিয়নের বিলিবিলা গ্রামের পাহাড় বেষ্টিত এলাকায় সরেজমিনে উপস্হিত হলে,মাটি কাটার স্কেভেটর চালক জানান,বিবিএম ইট ভাটার মালিক মোঃ শাহে আলমের নেতৃত্বে পাহাড় কেটে মাটিগুলো ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে ইট ভাটার মালিক শাহে আলম কোম্পানির সাথে কথা বলতে গেলে,তিনি গতবছর এপ্রিলের ২৬ তারিখ সিপ্লাস টিভিতে মাটি কাটার নিউজ করার বিষয় নিয়ে প্রতিবেদককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারতে উদ্যত হয়। এমনকি একপর্যায়ে সিপ্লাস টিভির প্রতিবেদকের ভিডিও ক্যামেরা ভেঙে ফেলার হুমকি প্রদান করেন। দীর্ঘদিন যাবত বিভিন্ন পাহাড়ের মাটি কেটে অবৈধভাবে ইটভাটার ব্যবসা চালিয়ে যাচ্ছে বিবিএম ইটভাটার মালিক পাহাড়খেকো মোঃ শাহে আলম। প্রশাসনিকভাবে মোঃ শাহে আলমের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন ব্যবস্হা গ্রহন করলেও পাহাড়ের মাটি কাটা থামছে না। এইসব অবৈধ কর্মকান্ডের পিছনে মোঃ শাহে আলমের খুঁটির জোর কোথায় সেবিষয়ে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্হা নেওয়ার অনুরোধ করে এলাবাসী। আর এইসব অনৈতিক ও অবৈধ কাজের নিউজ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত লাঞ্চিত হচ্ছেন।