শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে বিধিনিষেধ না মেনে এক রাতে চার বিয়ের আয়োজন করায় জরিমানা ৪০ হাজার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

 

 

নিজস্ব প্রতিনিধিঃ চন্দনাইশে কঠোর লকডাউনের মধ্য বিধি-নিষেধ না মেনে বিয়ের আয়েজন করায় চার বিয়ে বন্ধ করে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ আগস্ট) উপজেলার পৌরসভার চৌধুরী মার্কেট এবং বরমা ইউনিয়নের বাইনজুরী এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন এ অভিযান চালান।

তিনি জানান, স্বাস্থ্যবিধি ও সরকারি আদেশ না মেনে উপজেলার বিভিন্ন স্থানে চারটি বিয়ের আয়োজন করা হয়েছিল। যেখানে সামাজিক দূরত্ব তো থাক স্বাস্থ্যবিধিও মানা হচ্ছিলো না। তাই চারটি বিয়েতে আয়োজকদের বিভিন্ন অংকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি না মানায় চার জন থেকে ৮শ টাকা জরিমানা আদায় করা হয়।