আজ ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মননা প্রধান অনুষ্ঠান করেছে সৌদিআরব মদিনা আওয়ামী সেচ্ছাসেবক লীগ ।
গতকাল রাতে মদিনা দারুল খলিফা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশীদ তালুকদার।
মোঃ ইউছুপ মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্য প্রাচ্য বিষয়ক দায়িত্ব প্রাপ্ত সম্পাদক আলহাজ্ব এ,কে,এম আজগর আলী।
বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশে আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন সংগঠন কে বিশেষ সম্মাননা প্রদান করেন মদিনা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ।
এই সময় আঞ্জুমান খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ পক্ষে ক্রেষ্ট গ্রহণ করেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমী মদিনা শাখার সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান মিয়াজী।
মিলাদ শেষে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে নৃশংসভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়। অনুষ্ঠানে মদিনা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।