রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূইয়া’র মহানুভবতায় পপির বিয়ে সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মে, ২০১৯

এই ধরনীতে কোনো মানুষের পক্ষে পৃথিবীতে একা বাস করা যেমন সম্ভব না, তেমনি বিভিন্ন প্রয়োজনে একে- অপরের সাহায্য অপরিসীম।

মানুষের জন্য কিছু করার মধ্যে আনন্দ ও তৃপ্তি আছে। যা সবকিছুর চেয়ে আলাদা এবং ভিন্ন। মানুষ সারা জীবন তাকেই মনে রাখে যিনি মানুষের জন্য কিছু করেন। একটি সুন্দর স্বপ্ন হতে পারে, মানুষের সঙ্গে সু-সম্পর্ক তৈরি করা ও সহযোগিতার সৌন্দর্য উপলব্ধি
করা। দাঁড়াতে পারি বিপদে মানুষের পাশে এবং পারি মানবতার পাশে এসে সাহায্যের হাত প্রসারিত করতে। শিল্পী, সুরকার ও গীতিকার ভূপেন
হাজারিকা’র বিখ্যাত গানে বলেছেন
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ও বন্ধু।
তেমনি মহান মানুষের পরিচয় দিলেন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূইয়া, তাঁর মহানুভবতায় বেড়ে উঠা হতদরিদ্র অসহায় পরিবারের সন্তান পপির বিয়ে নিজে অভিভাকের দায়িত্ব পালন করে বিয়ে সম্পন্ন করেন । বোয়ালখালী উপজেলা পশ্চিম গুমদন্ডী এলাকার মৃত ছাবের হোসনের ছেলে জসিম উদ্দিনের সাথে তার বিয়ে সম্পন্ন হয়।

৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ পার্কিং মাঠে পুলিশের উধ্বতন কর্মকর্তা,স্থানীয় কাউন্সিলরসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

জানা যায়, পপির পরিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের পাশে একটি পরিত্যাক্ত খোলা মেলা ঘরে বাবা বাবুল মিয়া ও তার পাগল মা’কে নিয়ে থাকতো। পপি তখন ৮/৯ বছর বয়স।
ফুট ফুটে অসহায় কিশোরীকে দেখে পুলিশ অফিসার জহিরের মানবতার তাগীদে নিজের দায়িত্ব কর্তব্য কথা ভেবে পপির নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি মেডিকেল ক্যাম্পের পিছনে একটি ঝুপরিতে থাকার ব্যবস্হা করে দেন। এতে তিনি মেয়েটির শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করানো সহ যাবতীয় লেখাপড়ার খরচ বহন করেন ।

পপি বিয়ের উপযুক্ত হওয়ার পর উপযুক্ত বর দেখে, পুলিশ ফাঁর্ড়ির পরিদর্শক জহিরুল হক পপির বিয়ের ব্যবস্থা করেন এবং তিনি বিয়ের সকল খরচ বহন করেন।