শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

টিনের আঘাতে নিহত ব্যবসায়ী সাইফুলের জানাজা সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তীঃ
চন্দনাইশের দোহাজারী পৌরসভার স্টেশন রোডের সার ও কীটনাশক ব্যবসায়ী সাইফুল ইসলাম খাঁনের নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। আজ (১মে),বুধবার সকাল ১১ টায় দোহাজারী খাঁনাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে সাইফুলকে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়। উক্ত জানাজায় উপস্হিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপিসহ হাজার হাজার মানুষ। শেষবারের মত তার বাড়ীতে ভিড় করেন শোকাহত প্রতিবেশী,বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনরা ।


মরহুম সাইফুল ইসলামের জানাযার একাংশ

উল্লেখ্য যে,গতকাল (৩০ এপ্রিল),মঙ্গলবার বিকেলে দোহাজারী স্টেশন রোডের ব্যবসায়ী সাইফুল ইসলাম খান তার দোকানের প্রয়োজনে টিন কিনতে বাস স্টেশনের হাজারী শপিং সেন্টারের আজিজিয়া স্টোর নামক টিনের দোকানে যান। সেখানে টিন কিনে টাকা পরিশোধ করেন। এই সময় দোকানের কর্মচারীরা টিন বের করে দিতে গেলে হঠাৎ করে টিনের পুরো বান্ডেল সাইফুলের মাথায় ও ঘাড়ে এসে পড়ে। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।গুরুতর আহত অবস্হায় চমেক হাসপাতালে নেওয়ার পথে সাইফুল মারা যান। তিনি দোহাজারী পৌরসদরের খাঁনবাড়ীর নুরুল ইসলাম মুন্সির ২য় পুত্র। মুত্যকালে তিনি স্ত্রী,দুই সন্তানসহ অনেক গুনাগ্রাহী রেখে যান।