শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টা আলী আজম খানএর শুভ জন্মদিন আজ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

 

সরল কিন্তু গভীর অভিজ্ঞতার নির্যাসে পরিপূর্ণ তার স্পষ্টবাদী আচার-আচরণ কারো কাছে নত না হয়ে সত্যবলা কথাগুলো অন্যদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। খান পরিবারে জন্মগ্রহণ করো প্রচুর পরিমানের ধনসম্পত্তি থাকার পরও যেন একজন সহজসরল মানুষ। শিক্ষাক্ষেত্রেই রেখেছে সবচেয়ে বড় অবদান প্রতিষ্ঠিত করেছে উন্নত মানের শিক্ষার জন্য মফিজুল্লা খান শিশুবিদ্যানকেতন যেখানে শিক্ষা নিচ্ছে ৪ শত মত শিক্ষার্থী নামমাত্র বেতন দিয়ে। যাদের বেতন দেওয়ার মত ক্ষমতা নেই সেই রকম ছাত্র- ছাত্রী সংখ্যা রয়েছে অর্ধেক।
বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন মধ্যে এইটি সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণ চট্টগ্রামে এই বিদ্যালয়টি প্রতিবছরে সবার সেরা হয়ে দোহাজারী নাম উজ্জ্বল করেছে। কোন ছাত্র ছাত্রী যেন টাকার অভাবে লেখাপড়া বন্ধ না হয় তার জন্য নিজে তদারকি করে দায়িত্ব নিয়েছে।
তার পাশে রয়েছে দোহাজারী পৌরসভার একমাত্র নারী বিদ্যাপীঠ দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে তিনি ভূমিদাতা দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করছেন সভাপতির।

চন্দনাইশ উপজেলায় মাতা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে সুনামের সাথে দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় ।

এই বিদ্যালয়ের ছাত্রীরা লেখা পড়ায় যেমন খেলাধুলা সাংস্কৃতি, চিত্রাংকন সহ সবক্ষেত্রে এগিয়ে।
শিক্ষার আলোতে আলোকিত করতে নিজে দিনরাত কাজ করে যাচ্ছে আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টা আলী আজম খান।

তারপাশে প্রতিষ্ঠিত হয়েছে নিজের জায়গায় উপর জামালুর-রহমান -খান বিজ্ঞান-প্রযুক্তি স্কুলএন্ড কলেজ।
এই প্রতিষ্ঠানটি চিত্র নতুন করে বলার নয়, এতবড় বিশাল উপশহর নামে পরিচিত দোহাজারী পৌরসভার কলেজ ছিলনা, এই কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পর কারিগরি শিক্ষা অসাধারণ অবদান রেখেছে। পাশাপাশি গড়েতুলেছে স্কুল।

এই শিক্ষাপ্রতিষ্ঠানে এই মহান মানুষটির অবদান এত যে বেশি যা না হলে আজ দোহাজারী পৌরসভা সহ আশেপাশের ছাত্র ছাত্রী শিক্ষার আলোতে আলোকিত হত না।

এভাবে তিনি হয়ে উঠেছেন সকলের কাছে একজন আলোকিত মানুষ গড়ার কারিগর।

শুধু তাই নয়, ‘আলোকিত মানুষ চাই শতভাগ শিক্ষিত চাই” এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

আজকের এই দিনে দোহাজারীর ঐতিহ্যবাহীখান পরিবাররে জন্মগ্রহণ করেন তিনি।

কর্মময় জীবনের পিতার রেখে যাওয়া ধনসম্পদ দুহাতে দান করেছেন স্কুল কলেজ মাদ্রাসা এবং অসহায় মানুষের মাঝে।

স্বীকৃতি স্বরুপ পেয়েছেন মানুষের অজস্র শ্রদ্ধা ভালোবাসা।

শুধু তাই নয় তিনি করোনা কালিন সময়ে দোহাজারী পৌরসভার বিশাল খানপ্লাজার সকল দোকানীদের দুইমাসের ভাড়া নেননি। ব্যবসায়ীদের মাঝে যারা কষ্টেছিল তাদের কে গোপনে অর্থসহয়তাও দিয়েছে।

আজ সেই মহান মানুষটির জন্মদিনে হৃদয়ে চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে শুভ জন্মদিনে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।