রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনিয়ায় দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মে, ২০১৯

রাঙ্গুনিয়া প্রতিনিধি:

রাঙ্গুনিয়ায় দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি সভা বুধবার (১ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) পূর্বিতা চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, রহিম উদ্দিন চৌধুরী, মির্জা সেকান্দর হোসেন, উপজেলা মৎস্য কমকর্তা স্বপন চন্দ্র দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াছ, শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা , ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া ষ্টেশনের কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকী,পদুয়া ইউপি সদস্য মো. শাহজাহান প্রমুখ। সভায় বক্তারা বলেন, “ ঘূর্ণিঝড় ফনি দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। তাই আগাম সতর্কতা অবলম্বন করা জরুরী। দূর্যোগের আগে মানুষ মনে করেন তেমন ক্ষয়ক্ষতি হবেনা। তাই অনেকেই নিজের সম্পদ ঘরবাড়ি ছেড়ে যেতে চায়না। তাদের সচেতন করতে হবে, বুঝাতে হবে। দূর্যোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ দরকার। আগাম সতর্ক করতে সবাইকে , সচেতনতা বাড়াতে হবে।