আজ ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (০১ মে) সকাল ১১টায় আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেয় টাইগাররা। তবে পরিবারসহ সাকিব আল হাসান যাবেন সন্ধ্যায়। এদিকে ক্রিকেটাররা বিশ্বকাপে ভালো খেলার প্রত্যয় জানিয়েছেন। ইংল্যান্ড বিশ্বকাপ স্মরণীয় করে রাখার কথাও বলেছেন তারা। দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন মাশরাফি-রুবেল-মিরাজরা।
এ সকালটা স্বপ্ন দেখার; স্বপ্ন দেখানোর। সেটা বয়ে নিয়ে যেতে হবে সাত সমুদ্র তেরো নদীর ওপারে। হোম অব ক্রিকেট থেকে যাত্রা শুরু। তার আগে কথা দিয়ে গেছেন টাইগাররা। উজাড় করে দিতে চান সামর্থ্যের সবটুকু।
কোনো এক যাদুর মন্ত্রে ষোলো কোটি মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব নয়। লড়তে হবে চোখে চোখ রেখে। মোকাবেলা করতে হবে কঠিন চ্যালেঞ্জ। সেটা জানেন টাইগাররা। তবে তাদের ভাবনার জগতে আছে ভিন্নতা। ইয়াসির রাব্বী ও নাঈম হাসান বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান আয়াল্যান্ডে ভালো খেলে। বিশ্বকাপ দলে চমক হয়ে আসা রাহীও জানেন না সুযোগ মিলবে তো শেষ পর্যন্ত?
বিমানবন্দরে নিরাপত্তার কড়াকড়ি সত্ত্বেও টাইগারদের শুভ কামনা জানাতে হাজির ভক্তরা। তাতে কিছুটা সমস্যাও তৈরি হয়েছে। তবু বিরক্ত নন ক্রিকেটাররা। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সবাই স্বপ্নবাজ।
মাশরাফি বলেন, বাংলাদেশ টিম যাচ্ছে স্বপ্ন পূরণ করতে। আপনারা সবাই দোয়া করবেন। কোনো ভুল-ক্রুটি হলে ক্ষমা করবেন।
মিরাজ বলেন, সবাই যেন সুস্থ থেকে ভালো খেলে আসতে পারি, সেটাই সবাই দোয়া করবেন।
বিশ্বকাপের এখনো বাকী প্রায় এক মাস। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে প্রস্তুতি।