শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

টেকনাফের সাবরাং কাটাবুনিয়া কোস্টগার্ডের অভিযানে ২৮ হাজার ইয়াবা জব্দ।

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

জুবাইরুল ইসলাম জুয়েল
কক্সবাজার জেলা:

কক্সবাজারের টেকনাফ সাবরাং কাটাবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সুপারি বাগানে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে: এম নাঈমুল হক’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান পরিচালনা করে ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ কোস্টগার্ডের জওয়ানরা।

রবিবার ১২ই সেপ্টেম্বর মধ্যরাতে এসব মাদক উদ্ধার করা হয়।

টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে: এম নাঈমুল হক’ জানান গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং কটাবুনিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সুপারি বাগানে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছেন সময় কোস্টগার্ডের একটি চৌকস দল ঐ স্থানে যাওয়ার সময় মাদক কারবারিরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, এসময় ঐ স্থান তল্লাশি করে একটি সাদা বস্তাভর্তি ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে।

এদিকে টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে: এম নাঈমুল হক’র সাক্ষরিত বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি, দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্টগার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে ও থাকবে।