বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

মো. নুরুল আলম:
চন্দনাইশে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে মনির আহমদ ও ওসমান নামে দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট সাদিয়া ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, চন্দনাইশ থানার উপ-পরিদর্শক এসআই মাজহারুল হক, ইউএনও অফিসের প্রধান সহকারী মুসলিম উদ্দিন, মৎস্য অফিসের ফিল্ড অফিসার সোলতান আহমদ ও ক্যচিংনু মারমা প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, কারেন্ট জাল, বেহুন্দি জালসহ বেশকিছু জাল ব্যবহার সরকার নিষিদ্ধ করেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এসব জালের ব্যবসা করছে। তারা আমাদের নজরদারিতে আছে। অভিযান চালিয়ে আমরা তাদের জরিমানা করে সতর্ক করছি। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।