রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মদিনায় কোরআনের আলো চ্যাম্পিয়নদের গণসংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ

সৌদিআরব মদিনা মনোয়ারায় কোরআনের আলো দর্শক ফোরাম মদিনার উদ্যোগে কুরআনের আলোয় আলোকিত করো দুনিয়া স্লোগান নিয়ে সাড়া জাগানো অনুষ্ঠান “কুরআনের আলো” চ্যাম্পিয়নরা মদিনা মানোয়ারায় আগমন উপলক্ষে গণসংবর্ধনা ও কুরআনিক নাইট অনুষ্ঠান ৩০ এপ্রিল মঙ্গলবার রাত ১১টায় সৌদিআরব মদিনা মনোয়ারায় যাওহারাত আব্বুদি আবাসিক হোটেলের হল রুমে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ফ.ই.ম ফরহাদের সঞ্চালনায় সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মদিনা শরীফের সভাপতি এইচ এম মাওলানা শাহেদুল হক কাতেবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি পবিত্র কুরআনের আলো’র আয়োজক ও উপস্থাপক প্রফেসর মোখতার অাহমদ। প্রাধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন “পুষ্টি পবিত্র কুরআনের আলো” বাংলাভিশনের প্রধান বিচারক মাওলানা নাযীর মাহমুদ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্বারী ও তাহফীজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা মুহতামীম ক্বারী নাজমুল হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মাহফুজুল আলম, ঢাকা আবাসিক হোটেলের স্বত্বাধিকারী নাসিরুল্লাহ ফারুক, ঢাকা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আবু বক্কর, বাংলাভিশন দর্শক ফোরামের সভাপতি আব্দুস সামাদ আজাদ, হোটেল ব্যবসায়ী মোনায়েম চৌধুরী, মাত-আম দাল্লাহ্ রেস্টুরেন্টের মালিক সাইফুল ইসলাম, শেরাটন হোটেলের স্বত্বাধিকারী সারোয়ার ও ফরহাদ, ব্যবসায়ী হারুনুর রশিদ মোরশেদুল আলম মাওলানা আব্দুস সালাম সরোয়ার কামাল,জাহাঙ্গীর আলম প্রমূখ। সংবর্ধিত অতিথিরা হলেন যথাক্রম হাফেজ মো. জাকারিয়া, হাফেজ মো. শিহাবুল্লাহ, হাফেজ মো. বোরহানুদ্দীন তামীম। এসময় বক্তারা বলেন কুরআনের আলোয় আলোকিত হোক প্রত্যেক মুসলমানের জীবন। যদি নিজের জীবনকে ভালবাসেন তাহলে প্রথমে কুরআনকে ভালবাসুন। কুরআন ধারাই সবাই নিজের জীবন পরিচালিত করুণ। একটু চিন্তা করে দেখবেন। ইসলামই একমাত্র সত্যের ধর্ম, শান্তির ধর্ম। অন্ততপক্ষে প্রত্যেক প্রবাসীদের ছেলে মেয়ে একজন করে কুরআনে হাফেজ শিক্ষা দেওয়া জন্য ওয়াদা করানো হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে কোরআন হাফেজদের কোরআন তেলাওয়াত সকলকে মুগ্ধ করে।