রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ১১ বাংলাদেশী নিহত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ মে, ২০১৯

রিয়াদ প্রতিনিধি:

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত বাংলাদেশি। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
“হৃদয়ে চট্টগ্রাম” রিয়াদ প্রতিনিধি জানায়, সৌদি আরবের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই দাম্মামের আল হাবিব ক্যাটারিং সার্ভিসের কর্মী বলে জানা গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর সাগরাতে যাবার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাগরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।

গাড়িতে ড্রাইভারসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গিয়েছে। ১১ জন নিহত হবার খবর নিশ্চিত হওয়া গেছে সাগরা জেনারেল হাসপাতাল সূত্রে।

গাড়িতে থাকা আরো ৪ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধিন আছেন । ২ জন মোটামুটি সুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

মৃত ১১ জনের নাম ঠিকানা এখনও নিশ্চিত করতে পারেনি হাসপাতাল ।

এদের মধ্যে কয়েকজন নতুন লোকও ছিলেন বলে জানা যায়।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস সেক্রেটারি ফখরুল ইসলামের বরাতে ইউএনবি জানিয়েছে, আল হাবিব ক্যাটারিং সার্ভিসের ১৭ কর্মী দাম্মাম থেকে মদিনায় হযরত মোহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে রিয়াদ থেকে ১০০ কিলোমিটার উত্তরে শাগরা এলাকায় তাদের গাড়ির চাকা ফেটে গিয়ে একটি কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১০ জন মারা যান।