আজ ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আন্তর্জাতিক ডেস্কঃ
থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ন নিজের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর উপপ্রধানকে বুধবার (১ মে) বিয়ে করে তাকে রানির মর্যাদা দিয়েছেন ।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মাহা ভাজিরালংকর্ন তার নতুন স্ত্রীকে রানি সুথিদা উপাধি দিয়েছেন।
রাজকীয় এক ফরমানে রাজার নতুন বিয়ে কথা জানা যায়। পরে থাই টেলিভিশন চ্যানেলের খবরেও বিয়ের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেখা গেছে।
আগামী শনিবার (৪ মে) আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণের কথা রয়েছে রাজা ভাজিরালংকর্নের। তার আগেই ব্যক্তিগত দেহরক্ষী সুতিদা তিদজাইকে বিয়ে করলেন।
২০১৬ সালে মাহা ভাজিরালংকর্নের বাবা ভূমিবল আদুলাদেজের মৃত্যু হয়। তার মৃত্যুর পর দেশের সংবিধান অনুযায়ী পরবর্তী রাজা হিসেবে অধিষ্ঠিত হন মাহা ভাজিরালংকর্ন।
এর আগে আরও তিনবার বিয়ে করেছেন মাহা ভাজিরালংকর্ন। তবে তিনবারই বিবাহবিচ্ছেদ হয়েছে তার। রাজার ৭ সন্তান রয়েছে।
২০১৪ সালে থাই এয়ারওয়েজের সাবেক বিমানবালা সুথিদাকে তার নিরাপত্তা ইউনিটের উপকমান্ডার হিসেবে নিয়োগ দেন রাজা। ২০১৬ সালের ডিসেম্বরে সুথিদা রাজকীয় থাই সেনাবাহিনীর একজন পূর্ণ জেনারেলের মর্যাদা পায়। পরের বছর তাকে উপকমান্ডার হিসেবে নিয়োগ দেন রাজা।