শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনিয়ায় প্রস্তুত আশ্রয় কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোলরুম

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ মে, ২০১৯

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় ঘূর্নিঝড় ফনি মোকাবেলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। নদীর তীরবর্তী অঞ্চলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়েছে। উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল করেছে প্রশাসন।
ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। চিকিৎসার জন্য মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। উপজেলার সকল ইউপি চেয়ারম্যানদের দূর্যোগকালীন এলাকায় থেকে মানুষের খোঁজখবর রাখতে বলা হয়েছে। ফায়ার সার্ভিসের পর্যাপ্ত লোক প্রস্তুত রয়েছে । “যেকোনো প্রয়োজনে কন্ট্রোলরুমের এই নাম্বারে যোগাযোগ করা যাবে – 01812956546
01714380664 ।