শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চুনতি বন বিভাগের উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

 

মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম: দক্ষিণ বন বিভাগের আওতাধীন চুনতি রেঞ্জের হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরবানিয়াঘোনা এলাকায় বহুতল ভবন নির্মাণ করার অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে বন বিভাগের চট্টগ্রাম দক্ষিণ সহকারি বনসংরক্ষক একেএম আজাহারুল ইসলামের নেতৃত্বে চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে।

চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জানান, বনবিভাগের জায়গায় কোন স্থাপনা তৈরি করা যাবে না, যারা দেশের আইনকে অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।

সহকারি বন সংরক্ষক, পদুয়া একেএম আযাহারুল ইসলাম বলেন, জবর দখলধারী দীর্ঘদিন ধরে বনবিভাগে জায়গায় বাড়ি নির্মাণ করে বসবাস করছে, তাকে বনবিভাগ জায়গা থেকে সরে যাওয়ার বিষয়ে জানানো হলেও দখলদারিত্ব থেকে সে সরে যাচ্ছে না। তাই আজ আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সীমানা প্রাচীর ভেঙ্গে দেওয়ার পাশাপাশি ভবনটি উচ্ছেদ করার জন্য বিভাগীয় মামলা করছি। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।