শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

“নারীর ক্ষমতায়নে আইনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় বক্তারা- চন্দনাইশে দিন দিন জনপ্রিয় হচ্ছে তথ্য আপার উঠান বৈঠক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

 

মো. নুরুল আলম:

চন্দনাইশে দিন দিন জনপ্রিয় হচ্ছে তথ্যের সম্ভার নিয়ে আসা তথ্য আপার উঠান বৈঠক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতীয় মহিলা সংস্থার অধিনে বাস্তবায়নাধীন তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় এবং উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে এই উপজেলার বিভিন্ন গ্রামে নারীর ক্ষমতায়নে ডিজিটাল বাংলাদেশর গ্রামীণ তৃণমূল নারীদের আইনি বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান, মহিলাদের বাল্য বিয়ে, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক এই উঠান বৈঠক অনুষ্ঠান হচ্ছে।

চন্দনাইশে তথ্যকেন্দ্রের আয়োজনে রবিবার (১৭ অক্টোবর) সকালে চন্দনাইশ উপজেলা সাতবাড়িয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ড নগর পাড়াস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আ’লীগ নেতা আকতার হোসেনের বাড়ির উঠানে ”নারীর ক্ষমতায়নে আইনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) শাপলা খাতুনের সভাপতিত্বে সাতবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আল্লাহ দান-খাঁজার শান ডেইরি ফার্মের মালিক লিপি আক্তার ও বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক আ’লীগ নেতা আকতার হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া, চন্দনাইশ থানার এসআই মল্লিকা দাশ, ইউপি সদস্য (মহিলা) মমতাজ বেগম লিলি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম,বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজ সেবক আ’লীগ নেতা আকতার হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আল্লাহ দান-খাঁজার শান ডেইরি ফার্মের মালিক লিপি আক্তার, সমাজ সেবক আইয়ুব আলী, তথ্যকেন্দ্রে তথ্যসেবা সহকারি খালেদা আক্তার ও অফিস সহায়ক চেমন আরা বেগম প্রমুখ।