রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

চন্দনাইশ স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে গণিত অলিম্পিয়াড সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তী

গণিতের ভয়, করব জয়,আলোকিত হব বিশ্বময় স্লোগানকে সামনে রেখে চন্দনাইশের স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে চন্দনাইশ গণিত অলিম্পিয়াড ২০১৯ ই সম্পন্ন হয়েছে। গত (০১ মে),বুধবার সকাল ৯ টায় চন্দনাইশের স্বনামখ্যাত বরকল এস. জেড. বিদ্যালয় প্রাঙ্গণে এই গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়াড মানে গণিতের পরীক্ষা না, গণিত সম্পর্কে জানা, গণিতের ভয় কে জয় করা এই উদ্দেশ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে গণিতকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রথম বারের মত চন্দনাইশ উপজেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্টান (স্কুল ও মাদ্রাসা) মেধাবী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা গনিত অলিম্পিয়াডের এই আয়োজনে প্রথম অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেন্জের এ্যাডিশনাল ডিআইজি মোঃ আবুল ফয়েজ। উক্ত অনুষ্ঠান উদ্বোধনের পর দিনব্যাপী গনিত নিয়ে নানা আয়োজনের পাশাপাশি ছিলো বাঙ্গালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব, ফ্রি স্টাইল ফুটবল প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন ও আরো অনেক ভিন্নধর্মী ও আকর্ষণীয় সব আয়োজন।

উক্ত অনুষ্টানে স্কাইপির মাধ্যমে বক্তব্য প্রদান করেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান। এতে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এম পি। অতঃপর সমাপণী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সমিতির সভাপতি ও রিহ্যাব চেয়ারম্যান জনাব আব্দুল কৈয়ম চৌধুরীসহ দেশসেরা ব্যক্তিত্ব, গুনীজন, শিক্ষাবিদ ও বিশিষ্ট গুণীজন ব্যক্তিবর্গ।

“চন্দনাইশ গণিত অলিম্পিয়াড ২০১৯ ইং” সার্বিক অনুষ্ঠানে দিনব্যাপী সহযোগিতা করেন চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম ও চন্দনাইশ মিডিয়া ক্লাব। এতে স্পন্সর ছিল ফুলকলি ব্রেড কোম্পানি। উক্ত প্রতিযোগিতায় প্রথম হয় বিজিসি একাডেমী স্কুল এন্ড কলেজ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,চন্দনাইশের মেধাবী শিক্ষার্থীদের কে জাতীয় পর্যায়ের বড় বড় প্রতিযোগিতা গুলো তে সুযোগ সৃষ্টি করে দেয়া এবং এসব ব্যাপারে অবগত করার উল্লেখ্য,গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ভিন্নধর্মী সেবামূলক স্বেচ্ছাসেবী শিক্ষাপ্রতিষ্ঠান স্বপ্নবিলাস বিদ্যানিকেতন যে আয়োজন করেছে তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। ভবিষ্যতে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন অারো সুন্দর কিছু উপহার দিবেন সেই প্রত্যাশায় ব্যক্ত করেন বক্তরা।