বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২১ পেলেন পটিয়ার ওসমান আলমদার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিনিধি: ৩০ অক্টোবর শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে ‘শতবর্ষে বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরাম শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা পদক প্রদান করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী সমাজসেবক ওসমান আলমদারের হাতে সম্মাননা পদকটি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান আলোচক সাবেক মন্ত্রী এম.নাজিম উদ্দিন আল আজাদ, বরেন্য লেখক ডক্টর খন্দকার আলী আজম, টিভি অনার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, অর্থ-মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার উপ-পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম বিপিএম, মানবাধিকার ব্যক্তিত্ব কবি ও বৈজ্ঞানিক ড.কুয়াশা মাহমুদসহ অন্যান্য সুধিজন।

উল্লেখ্য, ওসমান আলমদার চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ষোড়শী বালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক।