রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

উত্তর কালিয়াইশ নবকল্লোল যুব সংঘের উদ্যোগে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তী

সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশে(কাটগড়) অবস্থিত একটি সেবামূলক সংঘটনের নাম “নবকল্লোল যুব সংঘ”। বিগত বেশকিছু দিন যাবত নবকল্লোল যুব সংঘ পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা হিসেবে সাঙ্গু নদীতে থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে নবকল্লোল যুব সংঘ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন প্রক্রিয়ায় আবেদন করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নবকল্লোল যুব সংঘের একটি প্রতিনিধি দল মাননীয় ভূমি মন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কাছে স্মারক লিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত সকলের উদ্দ্যেশে মাননীয় মন্ত্রী মহোদয় বলেন,সাঙ্গু নদী একটি খরস্রোতা নদী। এ নদীতে বালু উত্তোলন করা হলে নদী তীর এবং আশ পাশের এলাকা মারাত্বক ভাঙ্গনের শিকার হবে। হাজার হাজার মানুষ তাদের ভিটেমাটি হারাবে তাই এ বিষয়টি বিবেচনায় নিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক উক্ত নদীতে কোন বালু মহাল ইজারা দেয়া হয় না।কিন্তু এর পরও যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা সমাজ ও দেশের শত্রু। তাই তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে এদেরকে প্রতিহত করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। মাননীয় মন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন,অবৈধ বালু উত্তোলনকারীরা দলীয় বা নির্দলীয় যেই হোক না কেন,কাউকেই তিনি ছাড় দেবেন না। সাঙ্গু নদী তথা দেশের অন্যান্য নদীতেও অবৈধ বালু উত্তোলনকারীদের মূলোৎপাটন করে ছাড়বেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া তিনি সাথে সাথেই ফোনালাফের মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে এ অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।পরিশেষে, নবকল্লোল যুব সংঘের সদস্যরা মাননীয় মন্ত্রী মহোদয়কে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।