শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

কক্সবাজার ঈদগাহের হুন্ডি সম্রাট পলাশ বিপুল পরিমাণের অর্থ ও স্বর্ণালংকারসহ র‍্যাবের হাতে আটক

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

·

জুবাইরুল ইসলাম জুয়েল,কক্সবাজার জেলা প্রতিনিধি:-কক্সবাজারের চোরাকারবারি ঈদাগাহ’র রেজাউল করিম ওরফে পলাশ’কে ১৬ লাখ ৩৫ হাজার নগদ টাকা ও ১৪ লাখ টাকার স্বর্ণালংকার ও বিভিন্ন দামি সরঞ্জামাদি’সহ আটক করেছে র‍্যাব-১৫ কক্সবাজার‌‌।

রবিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়।

এদিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১৫ কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শীর্ষ চোরাকারবারী ও হুন্ডি সম্রাট ঈদগাঁও এর রেজাউল করিম পলাশের কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬ টি চেকবই, বিপুল পরিমান এটিএম/ভিসা কার্ড ও ১০ টি মােবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত রেজাউল করিম পলাশ ঈদগাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁহাসিয়াখালী গ্রামের নুরুল আলমের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ এক যুগ ধরে এসব অবৈধ ব্যবসায় জড়িত আছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রেজাউল করিম পলাশকে ঈদগাহ থানায় সোপর্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বলে ঈদগাহ থানা সুত্রে জানা গেছে।