শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সাতকানিয়ায় অপহৃত ব্যবসায়ী মোস্তাককে চড়ারকূল থেকে উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তী

সাতকানিয়া থানার মির্জাখীল বাংলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অপহৃত মোস্তাক সওদাগরকে ০৬ মে,রবিবার আনুমানিক রাত ৩ টার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চড়ারকূল এলাকায় অপহরণকারীরা রেখে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় তাকে পরে বাড়ী নিয়ে যাওয়া হয়। বর্তমানে মোস্তাক সাতকানিয়া থানা হেফাজতে রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল, জনাব হাসানুজ্জামান মোল্যা ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শফিউল কবিরের নেতৃত্বে সাতকানিয়া থানার অধিকাংশ চৌকস সাব ইন্সপেক্টর সহ পুলিশ বাহিনীর নিরলস তৎপরতা ও নির্ঘুম সাঁড়াশি অভিযানের ফলে অপহরণকারীদের কবল থেকে ভোররাত ৩ টার সময় মোস্তাক সওদাগরকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান সাতকানিয়া পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসন আরো জানায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বেশ কিছু তাজা কার্তুজ প্রমাণ করে হয়ত ভয়ংকর কোন অপরাধী চক্র উক্ত অপহরণ ঘটনায় জড়িত।
উল্লেখ্য যে,মির্জাখীল বাংলাবাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী, ভাই ভাই ক্লথ স্টোরের মালিক মোস্তাক সওদাগর ০৫ মে,রবিবারর দোকান বন্ধ করে পুত্র সহ বাড়ি ফেরার পথে মুখোশধারী ৬-৭ জন ব্যক্তি অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে পুলিশ তৎপরতা শুরু করে। অপহরণকারীগণ মোস্তাক সওদাগরের পুত্রকে চলে আসার সুযোগ করে দিয়ে বৃহৎ অংকের টাকা জোগাড় করে রাখতে বলে।
বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সফলতার সাথে আর একটি সফলতা যোগ হল। জনমনের উদ্বেগ উৎকন্ঠার অবসান হওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া এবং সাতকানিয়া থানা প্রশাসনকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী।। তিনি অবিলম্বে অপহরণকারীদের গ্রেপ্তারপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান।