আজ ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
হৃদয়ে চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের পূর্ব সেন্টার পাড়ায় ডাকাতের গুলিতে মোহাম্মদ আমিন (৫৫) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। আমিন একই এলাকার সৈয়দ আহমদ ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, রবিবার মধ্যরাতে আমিনের বাড়িতে সশস্ত্র অবস্থায় একদল ডাকাত হানা দেয়। বাঁধা দিতে গিয়ে এলাপাতারি গুলি চালায় ডাকাতদল। গুলির শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাত দল।
পরে ঘটনাস্থল থেকে গৃহকর্তা মো. আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।