শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

নগরকান্দায় পুননির্বাচন অনুষ্ঠিত, ফুটবল প্রতীকের লাবলু বিজয়ী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

শফিকুল খান জনি
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১১ নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। এ কারণে ঐ ওয়ার্ডে আজ বুধবার পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এতে আনোয়ার হোসেন লাবলু (ফুটবল প্রতীক) ৩৫৪ ভোট পেয়ে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্দী ফজলুল হক হারুন (মোরগ প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৪৭ ভোট।

নির্বাচনে রিটার্নিং অফিসার শেখ তানভীর আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর নগরকান্দা উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাধারণ সদস্য পদের দুজন প্রার্থীই সমান সমান ৩২৪ করে ভোট করে পান।

এ নির্বাচনে ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ফজলুল হক হারুন (মোরগ প্রতীক) এবং আনোয়ার হোসেন লাবলু (ফুটবল প্রতীক) নিয়ে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গণনা শেষে উভয়েই পেয়েছিলেন ৩২৪ ভোট। দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় ফল স্থগিত করা হয়েছিলো।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা-২০১০ অনুসারে, পুনরায় ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেন রিটার্নিং অফিসার শেখ তানভীর আখতার। আজ ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।