আজ ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
আজ ২৮ নবেম্বর দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়ীয়ার কৃতি সন্তান সমাজসেবক, রাজনীতিবিদ মোহাম্মদ ছানাউল্লাহ্’র ৯ম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, মুহাম্মদ ছানাউল্লাহ্ ১৯৬১ সালে পিতা স্বনামধন্য আলেমেদ্বীন, পীরে কামেল হযরত সৈয়দ মাওলানা আব্দুল মান্নান (রহঃ), মাতা – মরহুমা মোছাম্মৎ মালেকা বেগমের ঔরসে জন্মগ্রহণ করেন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। পড়ালেখার পাঠ পূর্ব সাতবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। পেশাগত জীবনে পিডিবি (ওয়াপদা)র কর্মকর্তা হিসেবে চাকরী করতেন। একজন রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে শ্রদ্ধেয় ও সুপরিচিত ছিলেন। সাতবাড়ীয়ায় আওয়ামী রাজনীতিকে সুসংগঠিত করার ক্ষেত্রে তিনি অসামান্য ভূমিকা রাখেন। চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিকলীগ বাকলিয়া জোনের কার্যকরী সভাপতি ও সাতবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পরবর্তীতে ইউনিয়ন আওয়ামীগের সদস্য নির্বাচিত হন। সাংসারিক জীবনে বিল্পবতীর্থ ভূমি পটিয়ার কৃতি সন্তান সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামীগের সাবেক প্রচার এবং দপ্তর সম্পাদক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম মিয়া আবু মোহাম্মদ ফারুকীর তৃতীয় কন্যা মোছাম্মৎ মোরশেদা আক্তার ফারুকীকে বিয়ে করেন। তিনপুত্র ও এক কন্যা সন্তানের জনক তিনি। ২০১২ সালের ২৭ শে নভেম্বর মাত্র ৫২ বছর বয়সে মুহাম্মদ ছানাউল্লাহ্ ইন্তেকাল করেন ।