শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

শান্তিপূর্ণভাবে কুতুবদিয়ায় স্থগিত নির্বাচন সম্পন্ন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

 

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টারঃ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের স্থগিত ৭নং ওয়ার্ডের পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে।

কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ জাহিদ হোসেন, কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরের জামান চৌধুরী, সহকারি পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) জাহেদুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি জিল্লুর রহমান, রিটার্নিং অফিসার মোঃ জামসেদুল ইসলাম,অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর হায়দার,পুলিশ,RAB, কোস্টগার্ড,আনসারসহ সম্মিলিত আইনশৃংখলা বাহিনীর উপস্হিতিতে শান্তিপূর্ণভাবে আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

শতস্ফুর্ত অংশগ্রহণের মধ্যে ২৪৭৮ ভোটের মধ্যে ১১৬২ ভোটার ভোটে অংশগ্রহণ করেন। তন্মধ্যে ভোটের ফলাফলে দেখা গেছে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম ১০৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী বর্তমান চেয়ারম্যান আ,ন,ম শহীদ উদ্দিন ছোটন ঘোড়া প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য রওশন আরা তালগাছ প্রতীক নিয়ে ৬৭৬ ভোট পেয়েছে, তার নিকটতম প্রার্থী জোসনা আকতার মাইক প্রতীক নিয়ে ২৮১ ভোট পেয়েছে। সাধারণ সদস্য সালাউদ্দিন মোরগ প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৩৮৩ ভোট। তার নিকটতম প্রার্থী নজরুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে ৩৩০ ভোট পেয়েছে। সেলিম উল্লাহ টিউবওয়েল প্রতীক নিয়ে ২৯২ ভোট পেয়েছে, মিজানুর রহমান আপেল প্রতীক নিয়ে ১০৩ ভোট পেয়েছে। নির্বাচনী ফলাফল নিশ্চিত করেন প্রিজাইডিং অফিসার কুতুবদিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শহীদুল্লাহ।

উল্লেখ্য যে, গত ২০ সেপ্টেম্বর কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ সময় বড়ঘোপ ইউনিয়নের পিলট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল হালিম নিহত হলে নির্বাচন স্হগিত হয়ে যায়। নির্বাচন কমিশন স্থগিত নির্বাচন পূর্ননির্বাচন করার জন্য মঙ্গলবার ৩০ নভেম্বর দিন ধার্য্য করেন।