শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

উখিয়ার-মরিচ্চা, র‌্যাব-১৫ এর বিশেষ কৌশলী চেকপোস্টে, ৬৪ বোতল বিদেশী মদ ও ২২ ক্যান বিয়ারসহ আটক ১

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

 

জুবাইরুল ইসলাম জুয়েল,কক্সবাজার জেলা প্রতিনিধিঃকক্সবাজারের মরিচ্চা গুরামিয়ার গ্যারেজে সামনে কক্সবাজার-টেকনাফের মহাসড়কের উপরে বিশেষ কায়দায় চেকপোস্ট স্থাপন করে ৬৪ বোতল বিদেশী মদ ২২ ক্যান বিয়ার সহ তোহিদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ কক্সবাজার।

আটককৃত আসামি সাতকানিয়ার থানার মাদ্রাসা ইউপিস্থ ০৮ নং ওয়ার্ডের সিকদার পাড়ার বাসিন্দা
আব্দুর রহমানের ছেলে, তোহিদুল ইসলাম (২২)

এদিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান।

বুধবার (৩০) নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে
কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজিতে বিশেষ কায়দায় লুকানো ৬৪ বোতল বিদেশী মদ ২২ ক্যান বিয়ারসহ উপরোক্ত সিএনজি গাড়িটি আসার সংবাদ পাওয়ায়,

র‌্যাব-১৫ এর একটি বিশেষ কৌশলী আভিযানিক দল উখিয়া’র মরিচ্চা গুরামিয়ার গ্যারেজের সামনে কক্সবাজার-টেকনাফের মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে, টেকনাফ হয়ে আসা মাদকভর্তি সিএনজি’টি থামিয়ে চেক করলে পিছনের ইঞ্জিন বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে সিএনজি তল্লাশি করে (৫৪ টি বিদেশি মদ) (২২ ক্যান) বিয়ার ও মাদক বহনে ব্যবহারিত সিএনজি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়।