রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জালনোট ব্যবসায়ী সক্রিয়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তী

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন উপজেলায় জালনোট সরবরাহকারী চক্র সক্রিয় হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
৫ মে,রবিবার বান্দরবান শহরের হাফেজ ঘোনা এলাকার গাজীর দোকান নামক স্থানের নাজিম স্টোর নামক একটি দোকানে একজন নারী বাজার শেষে দোকানদারকে এক হাজার টাকার দুইটি জালনোট প্রদান করেন। দোকান মালিক বিষয়টি বুঝতে পেরে স্থানীয় কয়েকজনকে ডেকে ওই নারীকে আটক করে। পরে স্থানীয়রা বান্দরবান সদর থানায় খবর দিলে পুলিশ এসে দুইহাজার টাকার জালনোটসহ ঐ নারীকে আটক করে থানায় সোপর্দ করে।
পরে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তার পরিচয় জানতে পারে এবং ঐ নারী নিজেকে জাল নোট ব্যবসার সাথে জড়িত বলে জানান। আটককৃত নারীর নাম আমেনা বেগম(৩২)। সে বান্দরবান জেলা শহরের লাঙ্গী পাড়ার সাদ্দাম হোসেনের স্ত্রী।
এই বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জানান এই ঘটনায় নিয়মিত মামলা দায়েের করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জালনোট সরবরাহকারী সিন্ডিকেটের বিরুদ্ধে স্পেশাল টিমের মাধ্যমে বিশেষ অভিযান অব্যাহত রাখবে বান্দরবান সদর থানা।