রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দোহাজারী পৌরসভায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তী

চন্দনাইশের দোহাজারী পৌরসভায় পবিত্র রমজান মাস উপলক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
৭ মে,মঙ্গলবার বিকালে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মেয়াদোর্ত্তীন ঘি ও নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরে এসব জিনিস আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। দোহাজারী বাজারের ভিতর ব্রয়লার মুরগির বিভিন্ন দোকানে মূল্যতালিকা না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং জরুরীভিত্তিতে মূল্যতালিকা ঝুলানোর নির্দেশ দেন।
এসময় তিনি বলেন,উন্মুক্ত স্থানে ইফতার সামগ্রী বিক্রির করার সময় যেন ধূলাবালিমুক্ত ও খাবার নিরাপদ থাকে সেদিকে নজর দিতে হবে। পণ্য বিক্রিকালীন সময় ভোক্তা অধিকার আইন ও সরকারী নিয়মনীতি মেনে চলার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেন। কোনো ক্রেতা যাতে মূল্যের দিক থেকে হয়রানীর শিকার না হয় এইবিষয়ে কঠোর হুশিয়ারি দেন।
উক্ত অভিযানে আরো উপস্হিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মাহাবুবুল আলমসহ ভুমি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।