শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

এমএ হামিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমএসএফ’র সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় হৃদয়ে চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ মে, ২০১৯

নিজস্ব সংবাদদাতাঃপেশাদার সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (BMSF) এর কেন্দ্রীয় কমিটি গত ২৮/০৪/১৯ রবিবার ১৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির অনুমোদন দিয়েছে। হৃদয়ে চট্টগ্রাম এর ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক আলো’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান এমএহামিদ বিএমএসএফ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় হৃদয়ে চট্টগ্রাম পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান হৃদয়ে চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক এস.এ.বাবু।তিনি তার সর্বাঙ্গীন সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে আরো যারা মনোনীত হয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যথাক্রমে; সভাপতি আব্দুল হাকিম রানা, সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইলিয়াস, সহ সভাপতি কাঞ্চন আচার্য্য, মহিউদ্দিন ওসমানী, সত্তার সিকদার, সাধারণ সম্পাদক কায়সার ইকবাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো শফি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাঈদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক রাশেদী, তুষার আহমেদ চৌধুরী ও কোষাধ্যক্ষ ইন্জিঃ মোঃ রিদুওয়ান। চট্টগ্রাম দক্ষিণ জেলার ১৩ জন পেশাদার সাংবাদিকদের নিয়ে এই কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন হয়।

এম এ হামিদ সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট, কেন্দ্রীয় সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান এবং ১৩ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিতে যারা মনোনীত হয়েছেন তাদের সকলকে প্রাণঢালা ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সাথে সাথে পেশাদার সাংবাদিকদের দাবী আদায়,সাংবাদিকদের হয়রানি, নির্যাতন, মিথ্যা মামলায় জড়ানোর হুমকিসহ যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের দূর্দিনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বিএমএসএফ এর সকল কর্মকান্ডে সার্বিক সহযোগীতা প্রদান করে কমিটির সুনাম অক্ষুণ্ণ রাখবেন বলেও জানান।