শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর অভিযানে অপহৃত শিশু উদ্ধার গ্রেফতার- ০১

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

জিয়াবুল হক/জুবাইরুল ইসলাম জুয়েল:

টেকনাফ উপজেলার হোয়াইক্যং আমতলী গ্রামের সাইফুল ইসলামের ৬ বছরের শিশু পুত্র মোঃ আলিফ কে, একি গ্রামের ইসো আলীর পুত্র সৈয়দ হোসেন (২০) ও রোহিঙ্গা ধইল্ল্যার পুত্র: মনজুর আলম (৩২) এর যোগসাজশে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ১২:টার দিকে হোয়াইক্যং আমতলী পাহাড়ের কিনারায়, জঙ্গলে হাত,পা মুখ বেধেঁ গর্তের ভিতর ফেলে রাখে। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়িকে জানালে এস আই মুজিবের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী তন্ন তন্ন করে খুঁজে শিশু অপহরণের প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়।

আটকৃত আসামি সৈয়দ হোসেন (২০) হাইওয়ে পুলিশের বাবুর্চি বলে ও যানা গেছে, অপহরণকারীর স্বীকারোক্তি অনুযায়ী শিশুটিকে রোহিঙ্গা তার বোনের জামাই মনজুর আলমের হাতে তুলে দিতে মুক্তিপণের উদ্দেশ্যে শিশুটিকে অপহরণ করা হয়।

আসামির দেওয়া তথ্য মতে, স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গীয় ফোর্সের সহায়তায় অপহরণ হওয়া শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অপহৃত শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, আমার শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এমন নির্মম কাজটি করা হয়েছে।

অপহরনকারী ছৈয়দ আলেমকে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।