আজ ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সাকিব আলম মামুন
লংগদু, রাঙামাটি:
রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যােগে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্মার্টফোনে আসক্তি, পড়ালেখার ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) উপজেলা সদরে পাবলিক লাইব্রেরী মিলনায়তন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান এর সভাপতিত্বে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝাটু এবং বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.কে ইমাম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার শওকত আকবর, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্প পরিচালক মীর জুন্নুন আলম উপস্থিত ছিলেন।
উপজেলার স্কুল কলেজ পর্যায়ের মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে।
পরবর্তীতে প্রজেক্ট প্রদর্শনী বিজয়ী বিদ্যালয় ও শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে ২ দিনের অনুষ্ঠান সমাপ্তি হয়।