শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-হেমন্তকাল -|- ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের নৌকাসহ ড্রেজার মেশিন জ্বালিয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ
———————————–
সাতকানিয়ায় শঙ্খনদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নৌকাসহ ২টি ড্রেজার মেশিন জ্বালিয়ে দিয়েছন ভ্রাম্যমান আদালত। গত সোমবার বিকালে শঙ্খনদীর কালিয়াইশ এলাকায় পরিচালিত ভ্রাম্যমান আদালত ১ টি ড্রেজার মেশিন জব্দ ও ২ টি স্কেভেটর বিকল করে দেয়।
জানা যায়, শঙ্খনদীর সাতকানিয়া অংশের বাজলিয়া, ধর্মপুর, কালিয়াইশ, নলুয়া, আমিলাইষ ও চরতি এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। গতকাল সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন ও সহকারী কমিশনার (ভুমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যার নেতৃত্বে শঙ্খনদীর নলুয়া ও কালিয়াইশ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় কালিয়াইশ এলাকায় বালু উত্তোলনের দায়ে নৌকাসহ ২ টি ড্রেজার মেশিন জ্বালিয়ে দেয়া হয়। একই সাথে একটি স্কেভেটর বিকল করা হয়। অন্যদিকে নলুয়ার মুক্তারকুমে অভিযান চালিয়ে একটি স্কেটর ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। সাতকানিয়া সহকারী কমিশনার দিপঙ্কর তঞ্চঙ্গ্যার জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালে পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।