আজ ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ের ডে-নাইট অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) মধ্যম জামালপুর ক্রীড়া সংগঠন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টটি বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির তত্ত্বাবধায়নে এসময় উদ্বোধক হিসেকে অংশগ্রহণ করেন সামাজিক সংগঠন শান্তিনীড়ের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিঙ্গুলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর।
টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হানিফ মেম্বার, এমরানুল হক শাহিন সাহাদাত হোসেন সবুজ, সাহাবউদ্দীন মেম্বার সহ প্রমুখ।
এসময় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কমফোর্ট একাদশ কে ৭০০০ এবং রানার্সআপ দূবাল একাদশ কে ৫০০০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়।