মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

সারাদেশে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর উপর নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জানুয়ারি, ২০২২

ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, স্টাফ রিপোর্টার: কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা, ময়মনসিংহের সাংবাদিক খায়রুল আলম রফিক, ফরিদপুরের সাংবাদিক শহীদুল ইসলাম, রংপুরের তরুণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এজাজ আহমেদসহ সারাদেশে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নামে মিথ্যা মামলাসহ হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে ও সংশ্লিষ্ট দোষীদের শাস্তির দাবি করে মানববন্ধন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি। সংস্থাটির উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে রবিবার (২ জানুয়ারি)/২০২২ উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন সূত্রে জানা যায়, সংবাদ প্রকাশের জেরে টেকনাফের আলোচিত ওসি প্রদীপ কুমার দাসের রোষানলের স্বীকার হন দৈনিক জনতার বাণীর সম্পাদক কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের খাদ্য ঠিকাদার হাশেম আলী রোগীদের নিন্মমাণের খাবার পরিবেশনসহ দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশ করায় ময়মনসিংহ দৈনিক প্রতিদিনের তৎকালীন সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠের বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক নির্যাতনের স্বীকার হোন। ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় হাসপাতালের ডাক্তার মহসিন কর্তৃক মিথ্যা মামলার মাধ্যমে পুলিশ দিয়ে হয়রানি করা হয় সাংবাদিক শহীদুল ইসলামকে।

একইভাবে রংপুর মহানগরীর তরুণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এজাজ আহমেদসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে চিহ্নিত স্থানীয় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে হেনস্তা করছে, উপরোক্ত সাংবাদিকগণসহ সারাদেশে বহু সাংবাদিক ও মানবাধিকার কর্মী মিথ্যা মামলায় হয়রানি এবং পুলিশ কর্তৃক শারীরিক নির্যাতনের স্বীকার হচ্ছে । মামলার বোঁঝা বাইতে গিয়ে হয়রানির স্বীকার হয়ে তাদের পরিবার নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। এসব মিথ্যা মামলা ও হয়রানি থেকে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের পরিত্রান চেয়ে মানববন্ধনের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, আওয়ামী লীগ নেতা ইমাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, আইনজীবী ও সমাজসেবক তরুন নেতা পলাশ কান্তি নাগ, হাজিরহাট প্রেসক্লাবের সভাপতি মামুন। আসক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এজাজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবুর সঞ্চালনায় উপস্থিত থেকে আরোও বক্তব্য রাখেন সহ সভাপতি বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক সুমন, ধর্ম সম্পাদক আজমিরসহ সাংবাদিক আলামীন, শহিদুল ও ভিকটিমের পিতা হাসান আলী, ভাই মেরাজসহ প্রমূখ।

মানববন্ধন শেষে বাসা ফেরার পথে ভিকটিমের ভাই মেরাজের উপর অতর্কিত হামলা করেন মামলার বাদি এনামুলগং। এ ব্যপারে মেরাজের বাবা হাসান আলী বলেন, আমরা মানববন্ধন শেষে ফেরার পথে এনামুলগং আমার ছেলের উপর অতর্কিত হামলা করে জনগন ও প্রশাসনের হস্তক্ষেপে সে বেছে যায়। আমি অতর্কিত হামলা নিন্দা জানাই ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।