বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

দক্ষিন চট্টগ্রামে যাত্রী হয়রানী রোধে অভিযান। ৭ বাসকে ৫৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

রাজীব চক্রবর্ত্তী

বাড়তি ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে চট্টগ্রামের কর্ণফুলী নতুন ব্রিজ ও মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়েছেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম, মনজুরুল হক। এসময় ৭ বাসকে ৫৭ হাজার টাকা জরিমানা করেন বলে খবর পাওয়া যায়।

বৃহস্পতিবার (৯ মে) বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
গত ২৫ এপ্রিল তারিখে একই স্থানে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা ও বাঁশখালী রুটে বাড়তির ভাড়া আদায়ের বিষয়ে জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ঝটিকা অভিযান পরিচালিত হয়। এই সময় বাড়তি ভাড়া আদায় না করার জন্য ড্রাইভারদের কঠোর হুশিয়ারীও প্রদান করা হয়।

আজ অভিযানকালে তিনি বাসগুলোতে উঠে যাত্রীদের সাথে কথা বলেন, তাদের অভিযোগগুলো শোনেন।
এসময় ম্যাজিস্ট্রেটকে দেখে সাধারণ যাত্রীরা স্বস্তি বোধ করেন এবং অভিযানকে স্বাগত জানান। বাড়তি ভাড়া দাবি, যাত্রী হয়রানি, বাসের ছাদে যাত্রী পরিবহন ও চালকের লাইসেন্স না থাকায় পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী রুটের ৭টি বাসকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করেন এবং বাসগুলোর কাগজপত্র জব্দ করেন।
এর আগে দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেক রুটে বৃহস্পতিবারে ৫০ টাকার ভাড়া ২০০ টাকা পর্যন্ত আদায় করা হয় বলে যাত্রীরা অভিযোগ করেন।