বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ-বসন্তকাল -|- ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

টেকনাফের হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি নিয়ে বানিজ্যের অভিযোগ।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

জুবাইরুল ইসলাম জুয়েল
জেলা প্রতিনিধি কক্সবাজার:

শনিবার (০১’লা জানুয়ারি) এই অভিযোগটি স্থানীয় গনমাধ্যমের আমলে দেওয়া হয়।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপিস্থ স্কুল শিক্ষার্থী মোঃ জুনায়েদ ৬ষ্ট শ্রেনীর পড়ুয়া ছাত্র।তার পিতা: হোয়াইক্যং এর স্থানীয় ০২ নং ওয়ার্ড উত্তর পাড়ার বাসিন্দা। তিনি পেশায়:পানের দোকানদার, (সুলতান আহমদ) সুলতান আহমদ বলেন, তাঁর ছেলে’কে ৬ ষ্ট শ্রেনীতে ভর্তি করিয়ে দিতে ঐ স্কুলে যায়, স্কুলের সকল ফি: ১১৫০ টাকা হলে ও কতৃপক্ষ দাবি করেন ১৫’শ ৫০ টাকা।

তিনি আরো বলেন আমার কাছে চাওয়া হয়েছে বার্ষিক অনুষ্ঠানের বাবদ ও ৩’শ টাকা অতিরিক্ত ফি: আমরা গরীব মানুষ আমাদের কাছে অতিরিক্ত ফি: দাবি করে আমাদের হয়রানি করা হচ্ছে। তাই এই অনিয়মের বিরুদ্ধে আমি সর্বোচ্চ সমাধান চাই।

এদিকে হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (মোঃ মুসা) কিউ টিভি’কে বলেন আমাদের এই স্কুলটি ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান এই স্কুলে সব ধরনের সুবিধা রয়েছে, যেমন এতিম ও অসহায়দের প্রতি আমাদের আলাদা সুবিধা রয়েছে,যা অন্য স্কুলে নেই।

তিনি আরো বলেন যদি সেই ও অসহায় হয় তার প্রতি বিষয়টি ও বিবেচনা করা হবে।