বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

জনতার মেম্বার আব্দুল হাই টানা তিন বার নির্বাচিত ফুটবল প্রতীকে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

 

নিজস্ব প্রতিনিধিঃ  ৬ নং বৈলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো ফুটবল প্রতীকে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হলেন জনতার মেম্বার আবদুল হাই।

৫ম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং বৈলতলী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের আপামর জনসাধারণের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন পেয়ে তৃতীয় বারের মত ফুটবল প্রতীকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হলেন মেম্বার পদপ্রার্থী
(বর্তমান মেম্বার) জনাব আবদুল হাই।

৫ নং ওয়ার্ডের ভোটার ও
এলাকাবাসীর ভাষ্যমতে, অাবদুল হাই শুধুমাত্র বারবার নির্বাচিত সফল মেম্বার নন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বৈলতলী ইউনিয়নের মানুষের কাছে যার রয়েছে একজন আপাদমস্তক সমাজ সেবক হিসেবে দীর্ঘদিনের
এক বর্ণাঢ্য সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচিতি।

যিনি একাধারে দীর্ঘদিন অত্র ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পার্শ্ববর্তী ওয়ার্ড গুলোতেও দল,মত,জাতি, ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষের সেবক হিসেবে কাজ করে চলেছেন।

বলা বাহুল্য তিনি ইউপি সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তাহার সহধর্মিণী জানাবা তাহেরা আবদুলও দীর্ঘদিন অত্র ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে (মহিলা মেম্বার পদে ) সফলতার সহিত নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

একজন বিশিষ্ট শিক্ষানুরাগী হিসেবেও অাবদুল হাই মেম্বার এলাকার সর্বমহলে সুপরিচিত ব্যক্তিত্ব।

তিনি অত্র ইউনিয়নের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে একজন গর্বিত অভিভাবক সদস্য হিসেবে সফলতার সহিত দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সুনামধন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে।

এছাড়া আবদুল হাই মেম্বার ২০১৩ সালে অত্র ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সহিত দীর্ঘদিন অত্র ইউনিয়নে ৯ টি ওয়ার্ডেরই মানুষের সেবক হিসেবে কাজ করার সুযোগ অর্জন করেছিলেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে
দায়িত্ব পালন কালে সফলতার স্বীকৃতি স্বরুপ তিনি অর্জন করছিলেন,”এশিয়া হিউম্যান
রাইটর্স ফাউন্ডেশন” (গভঃ রেজিঃ নং- এস ১০২২৩) কর্তৃক সমগ্র বাংলাদেশে সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার অনন্য স্বীকৃতি।

৫নং ওয়ার্ডের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে সকলের প্রিয় মেম্বার সৎ, সাহসী শিক্ষানুরাগী ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী জনাব অাবদুল হাই (বর্তমান মেম্বার) কে পুনরায় ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে পারায় এলাকায় প্রতিটি পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।