রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাজধানীতে হিজবুত তাহরীরের সমন্বয়ক ও আইটি বিশেষজ্ঞ গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ মে, ২০১৯

মুহাম্মদ আরফাত হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ
_________________

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম রিয়াজ উদ্দিন। তিনি হিজবুত তাহরীরের সমন্বয়কদের একজন, সংগঠক এবং আইটি বিশেষজ্ঞ।

বৃহস্পতিবার দিনগত রাতে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

এর আগে সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে সেনা সমর্থন আদায়ের মাধ্যমে সরকার উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হিজবুত তাহরীরের সমন্বয়ক রিয়াজকে শনাক্ত করে।

তিনি গত তিন বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর, দনিয়া ও গেন্ডারিয়া এলাকায় হিজবুত তাহরীরের সমন্বয়ক হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিলেন।

বর্তমান সরকারকে ‘উৎখাত’ করে খিলাফত প্রতিষ্ঠা করার আন্দোলনে মাঠ পর্যায়ে সংগঠনের ভূমিকা পালন করার পাশাপাশি রিয়াজ অনলাইনভিত্তিক হিজবুত তাহরীরের প্রচারণা, সদস্য সংগ্রহ ও নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

সরকারবিরোধী ষড়যন্ত্র করায় রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয় বলেও ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।