আজ ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
মো. এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম)
ডাচ্-বাংলা ব্যাংক লিঃ-এর এজেন্ট ব্যাংকিং লোহাগাড়া উপজেলার চরম্বা শাখার ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ জানুয়ারি দুপুরে চরম্বা নোয়ারবিলা (নাফারটিলা বাজার) আব্দুর রহমান মার্কেটের ২য় তলায় শাহ আমানত ট্রেডিং-এ চরম্বা শাখায় কেক কেটে এবং পুরস্কার বিতরণের মাধ্যমে উক্ত শাখার ১ম বর্ষপূর্তি পালন করা হয়।
চরম্বা শাখার ব্যবস্থাপনা পরিচালক ফরমানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরম্বা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার হোসাইন মারুফ ইমতিয়াজ।
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং লোহাগাড়া শাখার সেইলস ম্যানেজার মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং-এর লোহাগাড়া শাখার মাস্টার এজেন্ট নাজিম উদ্দিন, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং চরম্বা শাখার ইনচার্জ আব্দুল হামিদ, ক্যাশ ইনচার্জ জাবেদুল ইসলাম, ফিল্ড ম্যানেজার মো. সাইফুল ইসলাম, তারেকুল ইসলাম, খাদিজাতুল কোবরা সাইমা, নাফারটিলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হোসেন, মাস্টার কালু মিয়া, আলম কোম্পানি, কামাল হোসেন, ইউপি সদস্য মনির উদ্দিন, মাওলানা আব্দুল করিম, ওসমান গণি, মাস্টার হাছান সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক চরম্বা শাখার লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ শাখা নির্বাচিত হওয়ায় উক্ত শাখার সকল ফিল্ড অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পরে কেক কেটে উৎসবমুখর পরিবেশে শাখাটির ১ম বর্ষপূর্তি পালন করা হয়।