রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-শরৎকাল -|- ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
hridoyechattogram.com - news@hridoyechattogram.com - www.facebook.com/hridoyechattogram/

রাঙ্গুনিয়ায় গঙ্গা পূজা দিতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ মে, ২০১৯

রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়ায় গঙ্গা পূজা দিতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ মে) দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের মেশন হাসপাতাল সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটে। তার নাম শান্ত গুহ (১২)। সে চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী সমিতির সাবেক অর্থ সম্পাদক রিপন গুহ’র শিশুপুত্র। তারা লিচুবাগানে ভাড়া বাসায় থাকতো।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর বলেন, ‘হিন্দুদের অন্যতম গঙ্গা পূজা উদযাপনে শান্ত সহ তিনজন শিশু চন্দ্রঘোনা মেশন হাসপাতাল সংলগ্ন পুকুরে নামে। পূজা দেওয়ার এক পর্যায়ে তিনজনই পুকুরে ডুব দেয়। তিনজনের মধ্যে ডুব থেকে দুইজন উঠে এলেও শান্ত গুহ উঠতে পারেনি। দীর্ঘক্ষণ সে পানির নিচ থেকে না উঠায় অন্য দুই শিশুর খবরে এলাকাবাসী এসে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে। পরে তাকে চন্দ্রঘোনা মেশন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শান্ত তার পরিবারে একমাত্র শিশুপুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে এই পুকুরে ডুবে এর আগেও বিভিন্ন সময় ছোট-বড় আরও বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।