আজ ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
জুবাইরুল ইসলাম জুয়েল,কক্সবাজার জেলা প্রতিনিধিঃটেকনাফের সীমান্তবর্তী স্থলবন্দরের কিনারায়, নাফনদী বয়ে ভাসমান অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা, বন্দর প্রহরী জানে আলমের সনাক্তকরণে উদ্ধার।
বুধবার(১৯জানুয়ারি) বেলা সাড়ে ১০.০০ টার দিকে, এই ইয়াবার গুলো জব্দ করা হয়।
এদিকে গাজী আবুল খায়ের নামে বন্দর কর্তৃপক্ষের এক নিয়োগকৃত প্রহরী বলেন সকাল সাড়ে ১০.০০ টার সময় একটি হলুদ রঙের বস্তা নাফনদী বয়ে জোয়ারের পানিতে স্থলবন্দরের কিনারায় মাটিতে আটকা পড়ে। এমন অবস্থায় কর্মরত জানে আলম নামে এক বন্দর প্রহরী বস্তাটি টেনে উপরে নিয়ে আসে, পরে বন্দর কর্তৃপক্ষ টেকনাফ মডেল থানা ও বিজিবি ব্যাটালিয়নের কাছে ফোন দিয়ে বিস্তারিত জানালে , টেকনাফ মডেল থানার এসআই তারেক ও বিজিবির সদস্যরা এসে বস্তাটি খুলে অনুমান করেন এতে রয়েছে ৫০ হাজার পিস ইয়াবা।
পরে জব্দকৃত ইয়াবা অজ্ঞাত নামা এবং পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান।